AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমি ব্যালন ডি’অর প্রাপ্য: এমবাপ্পে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৫ পিএম, ২০ জুন, ২০২৩

আমি ব্যালন ডি’অর প্রাপ্য: এমবাপ্পে

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। যে ট্রফিটি পাওয়া যে কোনও খেলোয়াড়ের জন্যই সম্মানজনক।

 

গত দেড় যুগ ধরে ব্যালন ডি’অর পুরস্কারটি নিজেদের করে রেখেছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মাঝে লুকা মদরিচ আর করিম বেনজেমা ছাড়া আর কেউই সেখানে ঢুকতে পারেননি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে দেয়া হবে ৬৭তম ব্যালন ডি’অর ট্রফি।


এ বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ সাতবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। এরই মধ্যে এ দু’জন ইউরোপকে বিদায় জানিয়েছেন।


বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন। শত কোটি ফুটবলপ্রেমীর কৌতুহল, ২০২৩ সালে কে পাচ্ছেন এই পুরস্কার। ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের তারিখও ঘোষণা করেছে।


আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। সে হিসেবে মাত্র চার মাস বাকি। এদিকে সোমবার (১৯ জুন) রাতে ইউরো বাছাইপর্বের ম্যাচে গ্রিসের বিপক্ষে টানা চতুর্থ জয় পেয়েছে ফ্রান্স।


সে ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক এমবাপ্পে। যার মাধ্যমে এই পিএসজি তারকা এক সিজনে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে ৫৪টি গোল করেছেন এই ২৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড।


এর মাধ্যমে এমবাপ্পে দেশটির সাবেক তারকা ফুটবলার জাস্ট ফন্টেইনকে পেছনে ফেলে দিয়েছেন। ম্যাচ শেষে এমবাপ্পে নিজেকে ব্যালন ডি’অরের প্রধান দাবিদার উল্লেখ করে বলেন, আমি এখন বলতে পারি হ্যাঁ অবশ্যই আশাবাদী। কিন্তু এখানে ভোট দেয়ার বিষয় আছে। তবে আমি আশাবাদী।


এদিকে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম বলছে, ব্যালন ডি’অর? আসলেই এমন ব্যক্তিগতভাবে ট্রফি জয়ের ব্যাপারে কথা বলা কঠিন। কারণ এখানে তোমাকে অবশ্যই আগে নিজেকে সমর্থন দিতে হবে। এখানে এমন কিছু বিষয় থাকে, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না।


নিজের ব্যালন ডি’অর পাওয়ার বিষয়ে এমবাপ্পে আরো বলেন, মানুষকে ফুটবল নৈপুণ্য নিয়ে বিনোদিত করা এবং স্কোরিংয়ের মতো বিষয়গুলা আমি অর্জন করেছি। আমার মতে ব্যালন ডি’অরের জন্য সব শর্তই পূরণ করেছি আমি। তাই আমি এ ব্যাপারে বেশ ইতিবাচক। আশা করি মানুষের ভোটও আমার দিকেই আসবে।

 

একুশে সংবাদ/স ক
 

Link copied!