AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসিকে বার্সেলোনার খোঁচা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫০ পিএম, ৮ জুন, ২০২৩

মেসিকে বার্সেলোনার খোঁচা

পিএসজি তিনি আগেই ছেড়েছেন। যোগ দিতে চেয়েছেন নিজের পুরনো দল বার্সেলোনায়। সেই নিয়ে তাঁর এজেন্ট এবং মেসির বাবার সঙ্গে বার্সেলোনার প্রেসিডেন্টের এক প্রস্থ আলোচনা হয়েছে। তবে মেসির বার্সেলোনার ফেরার আশা যে খুব কম তা বোঝা গিয়েছে। শোনা যাচ্ছে মেসি, বর্সায় ফেরার প্রস্তাব পেয়েও ফিরে আসতে চাইছেন‌ না। 

 

আর্জেন্টিনার এই কিংবদন্তি বুধবার মেজর লিগ সকারের ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করার পর বার্সেলোনা লিওনেল মেসিকে শুভেচ্ছা জানিয়েছে। 

 

বার্সেলোনা এক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, মেসির বাবা এবং তাঁর এজেন্ট স্পেনে ফিরে আসার পরিবর্তে আমেরিকায় যাওয়ার সিদ্ধান্তের কথা সোমবার ক্লাবকে জানিয়েছে। বার্সেলোনার বিবৃতিতে বলা হয়েছে, ‍‍`বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা মেসিকে সম্মান জানিয়ে তাঁর ভাবনার গুরুত্ব বুঝেছেন। সাম্প্রতিক বছরগুলিতে যে চাপের শিকার হয়েছেন মেসি তা থেকে দূরে, কম চাহিদা সহ একটি লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন এলএম ১০। তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে ক্লাব।‍‍`

 

প্যারিসে মেসি নিজের শেষ ম্যাচ খেলার পর দুটি জল্পনা ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। একাংশ মনে করতে থাকেন মেসি রোনাল্ডোর মতো সৌদি আরবের কোনও এক ক্লাবের সঙ্গে যুক্ত হবেন। অন্য একাংশর থেকে জানা যাচ্ছিল তিনি তাঁর পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরে আসছেন। জল্পনা আরও রসদ পায় যখন মেসির বাবা বার্সার সভাপতির সঙ্গে একটি বৈঠকে যোগ দেন।

 

তবে লা লিগার টুর্নামেন্টের নিয়ম অনুসারে কিছু অর্থনৈতিক বাধা থাকায় বার্সেলোনা বিশেষ কিছু করতে পারেনি। এই বিষয়ে মেসি বুধবার বলেন, ‍‍`যদি বার্সেলোনায় ফিরে যাওয়া সম্ভব না হয় আমি ইউরোপ ছেড়ে যেতে চাই। স্পটলাইট থেকে বেরিয়ে আসতে চাই‌ এবং আমার পরিবার সম্পর্কে আরও ভাবতে চাই।‍‍` এর সঙ্গে তিনি আরও যোগ করেন, ‍‍`আমি আমার ভবিষ্যৎ অন্যের হাতে ছেড়ে দিতে চাইনি। আমি ফিরে আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।‍‍`

 

তাঁর এই মন্তব্যের পর বার্সায় ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফের নিজের প্রিয় তারকাকে পছন্দের দলে দেখতে না পাওয়ার আক্ষেপ রয়ে গেল সমর্থকদের মধ্যে। আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে তা সময় বলবে।‌


একুশে সংবাদ.কম/সম 

Shwapno
Link copied!