AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাসকুয়েটসের প্রতি শ্রদ্ধা জানালেন মেসি নেইমার গার্দিওলা ইনিয়েস্তারা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৮ পিএম, ১ জুন, ২০২৩

বাসকুয়েটসের প্রতি শ্রদ্ধা জানালেন মেসি নেইমার গার্দিওলা ইনিয়েস্তারা

সার্জিও বাসকুয়েটসের বিদায় অনুষ্ঠানে ক্যাম্প ন্যুয়ে গতকাল  এক আবেগময় পরিবেশের সৃস্টি হয়। দীর্ঘ ১৫ বছর পর ক্লাবটি ছেড়ে যাচ্ছেন স্প্যানিশ ওই মিডফিন্ডার। এর আগে তারই নেতৃত্বে প্রথমবারের মতো লা লিগার শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।

 

অনুষ্ঠানে বার্সা কিংবদন্তী লিওনেল মেসি, কার্লোস পুওল, জেরার্ড পিকে ও পেপ গার্দিওলার মতো তারকাদের পক্ষ থেকে সম্মান জানানো হয় বিদায়ী তারকাকে। বিদায়ী অনুষ্ঠানে পাঠানো বার্তায় মেসি বার্সার বর্তমান অধিনায়ককে উদ্দেশ্য করে বলেন,‘ বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তুমি  এবং তোমার পরিবারের কাছে  আমি ক্ষমাপ্রার্থী। মাঠে ও মাঠের বাইওে তোমার  সাথে এতগুলো বছর কাটানো সম্মানের বিষয়।’

 

২০০৮ সালে গার্দিওলার আমলে বার্সেলোনায় অভিষিক্ত হন কিংবদন্তী ওই মিডফিল্ডার। স্প্যানিশ ওই কোচ বলেন,‘ বার্সায় তোমার এই ক্যারিয়ারের জন্য অভিনন্দন। বার্সায় দায়িত্ব পালনের সময় তুমি আমাকে সফল করেছো। আমি জানি তুমি একদিন একজন কোচ হবেন। আমি বেঞ্চে তোমার  জন্য অপেক্ষা করব, যদিও তোমাকে  পরাজিত করব এবং বল কেড়ে নেব।’

 

বর্তমান কোচ জাভি হার্নান্দেজও বাসকুয়েটস এর প্রশংসা করে বলেছেন,‘তিনি তার সতীর্থ, বন্ধু এবং প্রতিপক্ষের কাছেও সম্মানিত ছিলেন। তিনি এক অসাধারণ দৃস্টান্ত রেখে গেছেন। আমি তাকে রেখে দিতে চেয়েছিলাম। কারণ তিনি ভালো করেছেন এবং শিরোপা জয় করেছেন, যেটি অমুল্য।’

 

এদিকে কার্লোস পুওল বাসকুয়েটসকে একজন সংগ্রামী হিসেবে অভিহিত করে বলেছেন,‘ আমি দারুন এক বন্ধুর সঙ্গ পেয়েছি। তিনি বার্সার কিংবদন্তী। তার সঙ্গে সাক্ষাৎ ঘটায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। তরুণদের জন্য তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন।’

 

তার সঙ্গে বোঝাপড়া অতুলনীয় ছিল উল্লেখ করে জেরার্ড পিকে বলেন,‘ তার পেছনে বার্সার রক্ষন সবসময় নিরাপদ মনে করতো।’

 

এই তালিকায় যোগ দিয়ে লুইস সুয়ারেজ এক ভিডিও বার্তায় বলেন,‘ বার্সার হয়ে যা কিছু করেছো  তার সবকিছুর জন্য আমি তোমাকে  অভিনন্দন জানাতে চাই। তরুণ খেলোয়াড়ের কাছে তুমি দৃষ্টান্ত হয়ে থাকবেন। তোমার  সঙ্গে খেলতে পেরে আমি গর্ববোধ করছি।’

 

সবশেষে বাসকুয়েটসের দীর্ঘদিনের মধ্যমাঠের পার্টনার আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন,‘বুসি (বাসকুয়েটস) বার্সেলোনায় তোমার  অবদান অবিষ্মরনীয়।’

 

একুশে সংবাদ.কম/সম   

Shwapno
Link copied!