AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টুর্নামেন্টের সেরা গিল,উঠতি ক্রিকেটার হলেন কে?


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১২ পিএম, ৩০ মে, ২০২৩
টুর্নামেন্টের সেরা গিল,উঠতি ক্রিকেটার হলেন কে?

৭০টি লিগ ম্যাচ, ফাইনাল-সহ ৪টি প্লে-অফ ম্যাচ শেষে আইপিএল ২০২৩-এর খেতাব উঠল চেন্নাই সুপার কিংসের হাতে। সোমবার ফাইনালে গুজরাট টাইটানসকে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ উইকেটে হারিয়ে দেয় তারা। 

 

চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সুদৃশ্য ট্রফি ছাড়াও মোটা অঙ্কের পুরস্কার মূল্য ঘরে তোলেন মহেন্দ্র সিং ধোনিরা। একনজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলে দলগত ও ব্যক্তিগত পুরস্কারে ভূষিত হল কোন কোন দল এবং কোন কোন ক্রিকেটার।

 

আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচের পুরস্কার তালিকা:-
 

১. ফাইনালের সেরা ক্রিকেটার:ডেভন কনওয়ে ( ৫ লক্ষ টাকা ও ট্রফি)।
২. মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ দ্য ফাইনাল:সাই সুদর্শন (১ লক্ষ টাকা ও ট্রফি)।
৩. ইলেক্ট্রিক স্ট্রাইকার অফ দ্য ফাইনাল: অজিঙ্কা রাহানে (১ লক্ষ টাকা ও ট্রফি)।
৪. ফাইনালের সেরা ক্যাচ: মহেন্দ্র সিং ধোনি ( ১ লক্ষ টাকা ও ট্রফি)।
৫. ফাইনালের দীর্ঘতম ছক্কা: সাই সুদর্শন (১ লক্ষ টাকা ও ট্রফি)।
৬. গেম চেঞ্জার অফ দ্য ফাইনাল: সাই সুদর্শন (১ লক্ষ টাকা ও ট্রফি)।
৭. ফাইনালে সব থেকে বেশি চার: সাই সুদর্শন ( ১ লক্ষ টাকা ও ট্রফি)।

 

আইপিএল ২০২৩-এর সারা মৌসুমের সেরাদের পুরস্কারের তালিকা:-
 

১. চ্যাম্পিয়ন: চেন্নাই সুপার কিংস (ট্রফি ও ২০ কোটি টাকা)।
২. রানার্স: গুজরাট টাইটানস (ট্রফি ও ১২ কোটি ৫০ লক্ষ টাকা)।
৩. টুর্নামেন্টের সেরা ক্রিকেটার (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার): শুভমন গিল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
৪. টুর্নামেন্টের দীর্ঘতম ছক্কা: ফ্যাফ ডু‍‍`প্লেসি (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
৫. টুর্নামেন্টের সেরা ক্যাচ: রশিদ খান (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
৬. টুর্নামেন্টের সেরা উঠতি ক্রিকেটার: যশস্বী জসওয়াল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
৭. ইলেক্ট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন: গ্লেন ম্যাক্সওয়েল ( ১০ লক্ষ টাকাও ট্রফি)।
৮. গেম চেঞ্জার অফ দ্য সিজন: শুভমন গিল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
৯. টুর্নামেন্টে সব থেকে বেশি চার: শুভমন গিল (১০ লক্ষ টাকা ও ট্রফি)।
১০. অরেঞ্জ ক্যাপ (টুর্নামেন্টে সব থেকে বেশি রান): শুভমন গিল (১০ লক্ষ টাকা ও স্মারক টুপি)।
১১. পার্পল ক্যাপ (টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট): মহম্মদ শামি (১০ লক্ষ টাকা ও স্মারক টুপি)।
১২. ফেয়ার প্লে ট্রফি: দিল্লি ক্যাপিটালস (ট্রফি)
১৩. সেরা পিচ ও মাঠ: ইডেন ও ওয়াংখেড়ে (৫০ লক্ষ টাকা ও ট্রফি)।
 

একুশে সংবাদ.কম/সম   

Link copied!