AB Bank
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইপিএলে কমলা টুপির দৌড়ে এগিয়ে শুভমন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০২ পিএম, ২৭ মে, ২০২৩
আইপিএলে কমলা টুপির দৌড়ে এগিয়ে শুভমন

শুক্রবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার-২ তে মৌসুমের তৃতীয় সেঞ্চুরিটি করলেন শুভমন গিল। এটা করার পর গুজরাট টাইটানসের ওপেনার শুভমন গিল অরেঞ্জ ক্যাপ নিজের দখলে নিলেন। আইপিএল ২০২৩ এর ফাইনালের আগে অরেঞ্জ ক্যাপ রেসে কী পরিবর্তন হয়েছিল তা আমাদের জানান যাক।

 

প্রথমেই দেখে নেওয়া যাক অরেঞ্জ ক্যাপ রেস। কোয়ালিফায়ার-২-এ ১২৯ রানের ঝোড়ো ইনিংস খেলা শুভমন গিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিকে পিছনে ফেলে এই মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড করেছেন। চলতি মৌসুমে ১৫ ম্যাচ খেলার পরে শুভমন গিলের সংগ্রহে রয়েছে ৮৫১ রান। ফ্যাফ ডু প্লেসি ৭৩০ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। 

 

গিল ও ডুপ্লেসি ছাড়াও শীর্ষ-৫-এ রয়েছেন বিরাট কোহলি, ডেভন কনওয়ে এবং যশস্বী জসওয়াল। সূর্যকুমার যাদব, যিনি জিটি-র বিরুদ্ধে ৬৮ রান করেছিলেন, তিনি ৬০৫ রান নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। একই সময়ে, ইশান কিষাণও টপ-১০-এ ছিলেন এবং তিনি ৪৫৪ রান করে তাঁর আইপিএল যাত্রা শেষ করেন।

 

দেখে নিন কমলা টুপির দৌড়ে সেরা পাঁচে কারা রয়েছেন

শুভমন গিল - ৮৫১

ফ্যাফ ডু প্লেসি - ৭৩০

বিরাট কোহলি - ৬৩৯

ডেভন কনওয়ে - ৬২৫

যশস্বী জসওয়াল - ৬২৫
 

একুশে সংবাদ.কম/সম   

Link copied!