AB Bank
ঢাকা শনিবার, ০৩ জুন, ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের সূচির জন্য বিসিবি চিঠি দিবে আইসিসিকে


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:৪৭ পিএম, ২৫ মে, ২০২৩
বিশ্বকাপের সূচির জন্য বিসিবি চিঠি দিবে আইসিসিকে

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত ক্রিকেট খেলুড়ে দেশগুলো। তবে টুর্নামেন্টের খুব বেশিদিন সময় না থাকলেও এখনো সূচি প্রকাশ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


মূলত এ কারণেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।


তিনি বলেন, ‘ধর্মশালায় যদি খেলা থাকে তাহলে মনে হয় একটু শীত থাকবে। আবার যদি চেন্নাইতে খেলা থাকে তাহলে ভিন্ন ব্যাপার। যোগাযোগ করা যেতে পারে (সূচির ব্যাপারে)। আমরা এটা জানতে চাইতেই পারি। এটা দোষের কিছু নেই। কেউ এর মধ্যে যোগাযোগ করেছে কিনা আমি জানি না। যদি না হয়ে হয়ে থাকে তাহলে আমরা যোগাযোগ করতে পারি। বলতে পারি, আমাদের ভেন্যু কোথায় হবে সেটা জানাও।’

 

এদিকে বাংলাদেশের মৌসুম হিসেব করলে এখন বর্ষার মৌসুম। যে কারণে বিশ্বকাপের আগে ক্যাম্প করতে হলে বেশ চিন্তা-ভাবনা করেই ভেন্যু ঠিক করতে হবে বিসিবিকে। সেক্ষেত্রে চট্টগ্রাম, বগুড়া বা ঢাকাতে ক্যাম্প করার কথা ভাবনায় রয়েছে বিসিবি কর্তাদের।


এ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমার মনে হয় বিশ্বকাপের ক্যাম্প ভারতে করা বেশ কঠিন। সিলেটে যদি করি, সেটা বর্ষার মৌসুম। সিলেটে করা যদি কঠিন হয় তাহলে অন্য কোথাও দেখব। সেক্ষেত্রে আমাদের চট্টগ্রাম আছে, নাহলে বগুড়া আছে, ঢাকা আছে। সেটার সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।’

 

একুশে সংবাদ.কম/সম