AB Bank
ঢাকা সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই বিভাগের ফাইনালে বাংলাদেশ-ভারত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:০৮ পিএম, ১৪ মে, ২০২৩
দুই বিভাগের ফাইনালে বাংলাদেশ-ভারত

ঢাকায় অনুষ্ঠিত ৪ জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল আসর ‘বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ উইমেন্স ট্রফি (ইয়ুথ ও জুনিয়র)’ টুর্নামেন্টের দুই বিভাগেরই ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। একইভাবে ফাইনাল নিশ্চিত করেছে ভারতের হ্যান্ডবল দলও। 

 

টানা দুই ম্যাচ জেতায় ফাইনাল নিশ্চিত হয় স্বাগতিক বাংলাদেশ ও ভারতের। অপরদিকে ইয়ুথ ও জুনিয়র দুই বিভাগে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ এবং নেপালের উইমেন্স হ্যান্ডবল দল। দুদলের ফাইনাল নিশ্চিত হলেও গ্রুপপর্বের সেরা দল (চ্যাম্পিয়ন) কারা সেটি এখনো নিশ্চিত হয়নি। আগামীকাল সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। বেলা ৩টায় বাংলাদেশ ইয়ুথ উইমেন্স দলের প্রতিপক্ষ ভারত ইয়ুথ উইমেন্স। একই দিন বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জুনিয়র দল খেলবে ভারত জুনিয়র দলের বিপক্ষে।

 

১৩ মে শনিবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু আইএইএএফ ট্রফি। প্রথমদিনেই ম্যাটে নামে বাংলাদেশের দুই দল (ইয়ুথ ও জুনিয়র)। প্রথমদিন লাল-সবুজদের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ। বাংলাদেশের ইয়ুথ এবং জুনিয়র দুই দলের কাছেই বড় ব্যবধানে পরাজিত হয় মালদ্বীপের মেয়েরা। আজ রোববার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। মালদ্বীপের মতো নেপালের মেয়েরাও পরাজিত হয়েছে। বাংলাদেশ ইয়ুথ দলের কাছে নেপাল ইয়ুথ দল ৫০-০৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অপরদিকে বাংলাদেশ জুনিয়র দলের কাছে নেপাল জুনিয়র দল হেরেছে ২৩-০৯ গোল ব্যবধানে।

 

অপরদিকে টুর্নামেন্টের প্রথম দিন শনিবার (১৩ মে) ভারতের প্রতিপক্ষ ছিল নেপাল। ভারত ইয়ুথ দলের কাছে নেপাল ইয়ুথ দল কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ৪৭-০১ গোলের ব্যবধানে উড়ে গেছে নেপালী মেয়েরা। অপরদিকে ভারত জুনিয়র দলও বড় জয় কুঁড়িয়ে নিয়েছিল। নেপাল জুনিয়র দলকে ৪৬-০৮ গোল ব্যবধানে হারিয়েছে ভারতের মেয়েরা। আজ রোববার ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ। ভারত ইয়ুথ দলের কাছে ৪২-১৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে মালদ্বীপ। ইয়ুথের মতো মালদ্বীপের জুনিয়র দলও ভারতের কাছে হার মেনেছে। সেখানে পরাজয়ের ব্যবধান ছিল ৫৫-০৯ গোলের।

 

একুশে সংবাদ.কম/সম 

Link copied!