AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাশরাফির রূপগঞ্জের টানা চতুর্থ জয়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:২৪ পিএম, ২৪ মার্চ, ২০২৩
মাশরাফির রূপগঞ্জের  টানা চতুর্থ জয়

শাইন পুকুর ক্রিকেট ক্লাবের  অমিত হাসানের সেঞ্চুরি ম্লান করে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টানা চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে মাশরাফি বিন মর্তুজার লিজেন্ডস অব রূপগঞ্জ।


আজ নিজেদের চতুর্থ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। অমিত ১০৪ রান করেন। ৪ ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৪ ম্যাচে ৩ হার ও ১টি জয়  শাইনপুকুরের।


সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শাইনপুকুর। ৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে তারা। এরপর ভারতের প্রিয়াঙ্ক পাঞ্চাল ২৩  ও আমিনুল ইসলাম বিপ্লব ১৩ রানে ফিরেন।


৯০ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ১০৫ রানের জুটি গড়েন অধিনায়ক অমিত ও সাজ্জাদুল হক। সাজ্জাদুল ৫৭ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন অমিত। ৯টি চারে ১৪৪ বলে ১০৪ রান করেন অমিত। সাজ্জাদুল ও অমিতকে দু’জনই শিকার হন  ভারতীয় চিরাগ জানির।


পরবর্তীতে মাশরাফির বোলিং তোপে ১৫ বল বাকী থাকতে ২০৭ রানে অলআউট হয় শাইনপুকুর। মাশরাফি ৩টি ও জানি ৪ উইকেট নেন।


বৃষ্টির কারনে ৩৬ ওভারে ১৬৮ রানের টার্গেট পায় রূপগঞ্জ। জবাবে দলের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও ৭ বল বাকী থাকতে জয়ের স্বাদ নেয় রূপগঞ্জ।


সাব্বির রহমান ৩৬, ইরফান শুক্কুর ৪৩ ও জানি ৪২ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন। শাইনপুকুরের হাসান মুরাদ ৩টি উইকেট নেন।

 

একুশে সংবাদ.কম/সম

Link copied!