AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৭ পিএম, ১১ মার্চ, ২০২৩
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা

দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশ করেছে  স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।জোহানেসবার্গে আজ শেষ হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। রান বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয় প্রোটিয়াদের। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট ৮৭ রানে জিতেছিলো প্রোটিয়ারা। এতে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা।

 

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৮৭ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক তেম্বা বাভুমা ১৭১ রানে অপরাজিত ছিলেন। আজ চতুর্থ দিন ১৭২ রানে আউট হন বাভুমা। ৩২১ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৯১ রানের টার্গেট দেয় প্রোটিয়ারা।

 

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ৩৫ দশমিক ১ ওভারে ১০৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন উইকেটরক্ষক জশুয়া ডা সিলভা। দক্ষিণ আফ্রিকার সিমোন হার্মার-জেরাল্ড কোয়েটজি ৩টি করে উইকেট নেন।

 

ম্যাচ সেরা হন বাভুমা। সিরিজ সেরা হয়েছেন আইডেন মার্করাম। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩২০ ও ওয়েস্ট ইন্ডিজ ২৫১ রান করেছিলো।

 

এই সিরিজ দিয়ে দ্বিতীয় বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করলো দক্ষিন আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থাকলো প্রোটিয়ারা। ৩৪ দশমিক ৬২ শতাংশ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে থাকলো ক্যারিবীয়রা।

 

আগামী ১৬ মার্চ থেকে ওয়ানডে ও ২৫ মার্চ থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

 

একুশে সংবাদ/সম

Link copied!