AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩০০তম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং রশিদ খানের


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৫৪ পিএম, ১৩ জানুয়ারি, ২০২২
৩০০তম ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং রশিদ খানের

নিজের ক্যারিয়ারের মাইলফলকের ম্যাচটিতে অসাধারণ পারফরম্যান্স করেছেন আফগান স্পিনার রশিদ খান। বুধবার বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জার্সিতে ব্রিসবেন হিটের বিপক্ষে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০তম ম্যাচ খেলেছেন আফগান লেগস্পিনার। এই ম্যাচেই বল হাতে তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। 

তার ঘূর্ণিতে নাকাল ব্রিসবেন অলআউট হয়েছে মাত্র ৯০ রানে। রশিদ খান ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। ম্যাচে দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছেন তিনি। কুড়ি ওভারের ক্রিকেটে এবারই প্রথম ম্যাচে ছয় উইকেট নিলেন রশিদ। এতদিন ধরে তার সেরা বোলিং ছিল ৩ রানে ৫ উইকেট। এছাড়া বিগ ব্যাশের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ম্যাচ ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন রশিদ খান।

বিগ ব্যাশে সেরা বোলিং ফিগার

১/ লাসিথ মালিঙ্গা (মেলবোর্ন স্টারস): ৪-১-৭-৬ (২০১২)
২/ ইশ সোধি (অ্যাডিলেইড স্ট্রাইকার্স): ৩.৩-০-১১-৬ (২০১৭)
৩/ রশিদ খান (অ্যাডিলেড স্ট্রাইকার্স): ৪-০-১৭-৬ (২০২২)
৪/ ড্যান ক্রিশ্চিয়ান (হোবার্ট হারিকেনস): ৪-০-১৪-৫ (২০১৭)
৫/ মুজিব উর রহমান (ব্রিসবেন হিট): ৪-০-১৫-৫ (২০২০)

এই ৬ উইকেট নেওয়ার মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায়ও বেশ এগিয়ে গেছেন রশিদ। আর মাত্র ১৬ উইকেট পেলেই সুনিল নারিন ও ইমরান তাহিরকে টপে দুই নম্বরে উঠে যাবেন আফগান লেগস্পিনার।


স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি

১/ ডোয়াইন ব্রাভো - ৫১২ ম্যাচে ৫৫৩ উইকেট, সেরা বোলিং ৫/২৩
২/ ইমরান তাহির - ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট, সেরা বোলিং ৫/২৩
৩/ সুনিল নারিন - ৩৮৩ ম্যাচে ৪২৫ উইকেট, সেরা বোলিং ৫/১৯
৪/ রশিদ খান - ৩০০ ম্যাচে ৪২০ উইকেট, সেরা বোলিং ৬/১৭
৫/ সাকিব আল হাসান - ৩৫১ ম্যাচে ৩৯৮ উইকেট, সেরা বোলিং ৬/৬

একুশে সংবাদ/এসএস

Link copied!