AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

CarryBee: ই-কমার্স হোম ডেলিভারিতে নতুন আস্থার নাম


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:০০ পিএম, ২৬ মে, ২০২৫

CarryBee: ই-কমার্স হোম ডেলিভারিতে নতুন আস্থার নাম

CarryBee (ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গপ্রতিষ্ঠান) মাত্র দুই মাসের মধ্যে দেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা বিস্তার করেছে। ইতোমধ্যে ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের কাছ থেকে এটি ব্যাপক সাড়া পেয়েছে।

CarryBee এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য উদ্যোক্তাদের ডেলিভারি নিয়ে ভাবতে না দিয়ে, তাদের ব্যবসার দিকে মনোযোগ দিতে সহায়তা করা।”

About Us - CarryBee

প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী CarryBee বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায়, যেখানে এয়ারপোর্ট সুবিধা রয়েছে, সেখানে “মিড-মাইল” পর্যায়ে এয়ার কার্গোর মাধ্যমে পণ্য পরিবহন করছে। শিগগিরই দেশের নির্দিষ্ট জেলাগুলোতে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একই দিনে (Inter District Same Day Delivery) হোম ডেলিভারি কার্যক্রম শুরু করবে, যা দেশের লজিস্টিক সেক্টরে এক নতুন মাইলফলক হবে। এছাড়া, অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার এক্সপ্যানশনের পরিকল্পনা রয়েছে।

দেশজুড়ে ১২০+ নিজস্ব পরিবহন, শতাধিক হাব এবং দৈনিক ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণের সক্ষমতা ও ৭০০ দক্ষ কর্মীর সমন্বয়ে CarryBee এখন একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান।

CarryBee এর সেবাসমূহের মধ্যে রয়েছে: দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, পণ্যের ১০০% নিরাপত্তা, রিটার্ন ও এক্সচেঞ্জ, এবং মাল্টি-স্টোর পিকআপ সুবিধা। এছাড়া, উদ্যোক্তাদের জন্য কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম এবং ডায়নামিক প্রাইসিং সুবিধাও প্রদান করছে।

CarryBee শুধু একটি কুরিয়ার সার্ভিস নয়—এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর লজিস্টিক পার্টনার।

উল্লেখ্য, CarryBee তাদের ওয়েবসাইট carrybee.com এর মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তাদের যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।

 


একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - বিশেষ প্রতিবেদন

Link copied!