গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভাইব্রেন্ট ঢাকার অন্যতম ব্যস্ত ব্যবসায়িক কেন্দ্র বসুন্ধরা সিটিতে আজ শনিবার (২৪ মে) একটি আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ সেলস সেন্টারের উদ্বোধন করেছে।
শো-রুমটির উদ্বোধন করেন ভাইব্রেন্টের চিফ অপারেটিং অফিসার জনাব শেখ তানভীর তাপস। এ সময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) মোঃ কামরুল ইসলামসহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
স্বল্প সময়েই নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জনে সক্ষম হয়েছে ভাইব্রেন্ট। গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়সক্ষমতা বিবেচনায় নিয়ে ভাইব্রেন্ট শো-রুমগুলোতে নিয়মিত যুক্ত হচ্ছে আধুনিক ডিজাইনের পুরুষ, নারী ও শিশুদের জুতার কালেকশন। নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে প্রস্তুতকৃত এসব পণ্যে মান ও দামের ভারসাম্যে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রতিটি শো-রুমে জুতার পাশাপাশি রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার পণ্য, ট্রাভেল ব্যাগ, পুরুষদের শার্ট ও টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক পোশাকসহ নানা লাইফস্টাইল সামগ্রী। ভাইব্রেন্টের প্রতিটি আউটলেটে রয়েছে সহস্রাধিক ডিজাইনের পণ্যের সমাহার।
নতুন শো-রুম উদ্বোধনের বিশেষ উপলক্ষে আগামী ২৬ মে, সোমবার পর্যন্ত সব পণ্যে রয়েছে ২০% ছাড়। শো-রুমটি বসুন্ধরা সিটির ৭ম তলায় অবস্থিত। বিস্তারিত জানতে ও কেনাকাটায় সহায়তার জন্য যোগাযোগ করুন: ০১৭১১৪০৬৮৪৪।

শুরুর পর থেকেই পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে ভাইব্রেন্ট। প্রতিষ্ঠানটি জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত শো-রুম সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। কম দামে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিতেই ভাইব্রেন্ট দেশব্যাপী বিস্তারে প্রতিশ্রুতিবদ্ধ।
গ্রাহকদের সুবিধার্থে প্রতিটি শো-রুমে ক্যাশ, ভিসা ও মাস্টারকার্ড পেমেন্ট গ্রহণযোগ্য। পাশাপাশি, অনলাইন প্ল্যাটফর্মেও ভাইব্রেন্টের সকল পণ্য পাওয়া যাচ্ছে সহজেই।
একুশে সংবাদ//এ.জে