কোনো ঝামেলা ছাড়াই ট্রেনে চলছে দ্বিতীয় দিনের ঈদযাত্রা। নতুন নিয়ম অনুযায়ী টিকিট ছাড়া কেউই ট্রেনে উঠতে পারছেন না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও নেই। এবারের ব্যবস্থাপনায় খুশি যাত্রীরাও। অবশ্য অনলাইনে টিকিট না কেটে স্টেশনে এসে অনেকেই পড়েছেন বিড়ম্বনায়।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ঈদযাত্রার দ্বিতীয় দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস। রাজশাহীর উদ্দেশে কিছুটা বিলম্বে ৬টা ২০ মিনিটে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। এরপরই ৬টা ৪০ মিনিটে চিলাহাটী অভিমুখে স্টেশন ছাড়ে নীলসাগর এক্সপ্রেস। চট্টগ্রামের উদ্দেশে সোনার বাংলা এক্সপ্রেস ও কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়েছে সিন্দুর প্রভাতীও।
একে একে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই গন্তব্যের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ছে ঈদযাত্রার দ্বিতীয় দিনের ট্রেন। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।
রেল স্টেশনে কয়েক দফা চেক করে টিকিট-এনআইডি দেখে প্রবেশ করতে দেয়া হচ্ছে যাত্রীদের। তবে অনেকে অনলাইনে টিকেট না কেটে স্টেশনে এসে বিপাকে পড়েছেন। তাদের কেউ স্ট্যান্ডিং টিকেট কেটে, কেউবা ভিন্ন যাত্রাপথ অবলম্বন করছেন।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু, ট্রেনটিকে সকাল ৮টা ৪০ মিনিটে সিডিউল দেওয়া হয়েছে। এটি ৭ নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কখন ছাড়বে তা কেউ জানাতে পারেননি।
অন্যদিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে (সঠিক সময়ে); নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায়; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে ৮টা ১০ মিনিটে; কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।
চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের যাত্রী আব্দুল্লাহ আল আলিফ বলেন, আমাদের রুটে দুর্ঘটনার জন্য শুনেছি ট্রেন বিলম্ব হচ্ছে। অন্যান্য ট্রেনগুলো দেখলাম কম সময়ের বিলম্বে ছেড়েছে। ২০/২৫ মিনিট বিলম্ব মেনে নেওয়া যায়। কিন্তু ঘণ্টার বেশি বিরক্তিকর বিষয়।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ২/১টি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না। চট্টগ্রাম রুটে দুর্ঘটনার কারণে গতকাল ২ ঘণ্টা বিলম্ব ছিল। সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
একুশে সংবাদ/আজ/এসএপি