AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শোকের দিন আরও ভারী করে দিল মর্মান্তিক দুর্ঘটনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৫১ পিএম, ১৫ আগস্ট, ২০২২

শোকের দিন আরও ভারী করে দিল মর্মান্তিক দুর্ঘটনা

 

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। সারাদেশে যখন সবাই শোক দিবস উদযাপন করছে তখন এই শোকের দিনকে আরও ভারী করে দিল দুটি মর্মান্তিক দুর্ঘটনা।

 

সোমবার (১৫) আগস্ট দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারের কামালবাগের দেবিদ্বার ঘাটে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মরদেহ পাওয়া গেছে।

 

দুপুর  ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের আড়ায় ঘণ্টার চেষ্টার পর দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

প্রতক্ষদর্শী জানান, ভবনের নিচতলায় থাকা হোটেলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেটি ডান দিক দিয়ে বের হয়ে উপরে উঠে যায়। সেখান থেকেই পলিথিন কারখানায় আগুন লাগে।

 

এদিকে রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে  প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

 

আজ বিকেল সাড়ে ৪ টার দিকে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬), জাকারিয়া (২)। এছাড়া আহতরা হলেন, হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

 

উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

 

এই দুই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় ১০ জন। 

 

একুশে সংবাদ.কম/জা.হা

Link copied!