AB Bank
ঢাকা শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবের প্রতি দয়া দেখালে যে পুরস্কার পাবেন


Ekushey Sangbad
ধর্ম ডেস্ক
১০:২৮ এএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
জীবের প্রতি দয়া দেখালে যে পুরস্কার পাবেন

হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টির প্রতি অনুগ্রহ ও অনুকম্পা প্রদর্শনকারীদের প্রতি আল্লাহ রহমানুর রহীম অনুগ্রহ ও দয়া বর্ষণ করেন। সুতরাং তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আকাশের মালিক তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন।

 

(আবু দাউদ, হাদিস, ৪৯৪১, তিরমিজি, হাদিস, ২০০৬, সহিহ আত, হাদিস, তারগীব ২২৫৬, আহমাদ, হাদিস, ৬৪৯৪, শুআবুল ঈমান, ১১০৪৮)


এই হাদিসে, পৃথিবীতে বসবাসকারী অর্থাৎ, মানুষ ও জীবজন্তুদের প্রতি দয়া ও অনুগ্রহের কথা বলা হয়েছে। তাদের বিপদাপদে সমবেদনা জানানোর কথা বলা হয়েছে। তাহলে যিনি আকাশে আছেন তিনি দয়া করবেন। এর দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ সুবহানাহু তায়ালা অনুগ্রহ করবেন।

 

আবার কেউ কেউ বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলেন আসমানে বসবাসকারী মালায়িকাহ (ফেরেশতারা)। কারণ, তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

 

মহান আল্লাহ বলেন, اَلَّذِیۡنَ یَحۡمِلُوۡنَ الۡعَرۡشَ وَ مَنۡ حَوۡلَهٗ یُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَ یُؤۡمِنُوۡنَ بِهٖ وَ یَسۡتَغۡفِرُوۡنَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا ۚ رَبَّنَا وَسِعۡتَ کُلَّ شَیۡءٍ رَّحۡمَۃً وَّ عِلۡمًا فَاغۡفِرۡ لِلَّذِیۡنَ تَابُوۡا وَ اتَّبَعُوۡا سَبِیۡلَکَ وَ قِهِمۡ عَذَابَ الۡجَحِیۡمِ

যারা আরশ বহন করে এবং তাদের আশেপাশে যারা আছে তারা তাদের রবের প্রশংসা তাসবীহ পাঠ করে এবং তার প্রতি ঈমান এনেছে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে, হে আমাদের রব্! তুমি সব জিনিসকে দয়া ও ইলমের মাধ্যমে বেষ্টন করে আছ। সুতরাং তুমি তওবাকারী ও তোমার পথ অনুসারীদের ক্ষমা কর এবং তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা কর। (সূরা গাফির, (৪০) আয়াত, ৭)

 

এই আয়াতে এমন ফেরেশতাদের কথা বলা হয়েছে, যারা আল্লাহর আরশ তুলে ধরে আছেন। তাদের একটি কাজ হল, তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন এবং তার প্রশংসা করেন।


অর্থাৎ, তাকে সবধরনের দোষ-ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করেন, তার পরিপূর্ণতা ও গুণাবলীকে তার জন্য সাব্যস্ত করেন এবং তার সামনে অসহায়তা ও বিনয় (অর্থাৎ ঈমান) প্রকাশ করেন।

 

এই ফেরেশতাদের দ্বিতীয় কাজ হলো, তারা ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। (ইবনে কাসির)
 

একুশে সংবাদ/স ক 

Link copied!