AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট বিভাগ নিয়ে ‘জালালাবাদ প্রদেশ’ বাস্তবায়নের দাবিতে প্রবাসীদের জুম মিটিং


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০২:০৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

সিলেট বিভাগ নিয়ে ‘জালালাবাদ প্রদেশ’ বাস্তবায়নের দাবিতে প্রবাসীদের জুম মিটিং

‘সিলেট বিভাগ নিয়ে কোনো টালবাহানা বিশ্বময় বসবাসকারী গ্রেটার সিলেটবাসী মেনে নেবে না’ ঘোষণা দিয়ে সিলেট বিভাগ নিয়ে ‘জালালাবাদ প্রদেশ’ বাস্তবায়নের দাবিতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) লন্ডন সময় বিকেল ৩টায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০ বিশিষ্টজন জুম মিটিংয়ে যোগদান করেন।গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলালের পরিচালনায় এতে অতিথি ছিলেন- সিলেট পৌরসভা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, আমেরিকার ডিস্কেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ও সিলেট কিডনি ফাউন্ডেশনের উদ্যোক্তা ডা জিয়াউদ্দিন আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আখতারুল ইসলাম, নারী সংগঠক রানা ফেরদৌস চৌধুরী, ইউকে বিসিএর সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, বর্তমান সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স

কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি আবুল কালাম আজাদ ছোটন, সহসভাপতি অলিউদ্দিন শামীম, আব্দুল মোনেম জাহেদী ক্যারল, সৈয়দ হাসান আহমদ, শেখ ফারুক আহমদ, জামাল আহমেদ খান, ট্রেজারার রফিকুল হায়দার, সহসম্পাদক আবুল হোসেন, ইয়াকুব কামালী, ইসবাহ উদ্দিন, ফয়জুল হক, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জাহাংগীর খান, আশিকুর রহমান, অস্ট্রেলিয়া থেকে ইঞ্জিনিয়ার রাসেল আহমদ, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন, ট্রেজারার শামীম আলম কোরেশী, এবিসি নিউজের চেয়ারম্যান আলাউর রহমান খন্দকার, ফান্স কমিটির সহসভাপতি আব্দুল বাসিত, স্পেন কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, পর্তুগাল থেকে আবুল হাসনাত, সাংবাদিক সাহাব উদ্দিন, প্রফেসার মিছবাহ উদ্দিন, দুবাই থেকে ছয়ফুল ইসলাম, নিউইয়র্ক বাফেলো থেকে আব্দুল মুক্তাদির, মোস্তাফিজুর রহমান চৌধুরী মুরাদ, নিউইয়র্ক থেকে শ্যমল চন্দ্র চন্দ, ইংল্যান্ড জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সাদেক আহমদ, বাহরাইন থেকে স্মারাট নজরুল ইসলাম সিদ্দিকী, বদরুল হক মনসুর, এ শামীম আহমদ প্রমুখ।মিটিংয়ে সিলেট বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবিতে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সিলেট শাখার পক্ষ থেকে আগামী বুধবার সিলেটে আয়োজিত গোলটেবিল বৈঠকে বাংলাদেশ টিমের সবাইকে যোগ দেওয়ার আহবান জানানোসহ আগামী দিনের নানা কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বক্তারা বলেন, সিলেট বিভাগ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। চট্টগ্রামের সঙ্গে সিলেটকে যুক্ত করার চক্রান্ত প্রতিহত করতে হবে।তারা বলেন, সিলেট বিভাগ নিয়ে জালালাবাদ প্রদেশ গঠনের দাবি অনেক পুরনো। তাই সংস্কার কমিশনের সুপারিশ মতে বাংলাদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করতে হলে বৃহত্তর সিলেটের ৪ জেলা নিয়ে একটি প্রদেশ গঠন হবে যুক্তিযুক্ত। চট্টগ্রামের সঙ্গে যুক্ত করা হবে অবাস্তব ও অযৌক্তিক। বৃহত্তর সিলেটের ভৌগোলিক অবস্থা ও লে-আউট আলাদা একথা সরকারের বুঝা উচিৎ। চট্টগ্রামের সঙ্গে সিলেটকে যুক্ত করে প্রদেশ করলে সিলেট হবে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত। এরকম হটকারী, অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত কোনো অবস্থাতেই বিশ্বময় বসবাসকারী সিলেটের মানুষ মেনে নেবে না।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!