AB Bank
  • ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, মন্ত্রণালয়ের প্রতিবাদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৫ পিএম, ৩০ আগস্ট, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও  কল রেকর্ড, মন্ত্রণালয়ের  প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কণ্ঠস্বর বিকৃত করে একটি এআই-সৃষ্ট অডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, “অডিওটিতে যে কণ্ঠ ব্যবহার করা হয়েছে তা স্বরাষ্ট্র উপদেষ্টার আসল কণ্ঠ নয়। এ ধরনের জাল রেকর্ড সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করছে।”

উক্ত ভুয়া অডিও রেকর্ডে ভিপি নুর প্রসঙ্গে এক অজ্ঞাত পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়। এটি বিভিন্ন ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ভুয়া কনটেন্ট জনমনে বিভ্রান্তি ছড়ায়, গুজব তৈরি করে এবং আইনের পরিপন্থি কাজ হিসেবে গণ্য হয়। ইতোমধ্যে দায়ীদের চিহ্নিত করতে প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, ভুয়া অডিও বা কনটেন্ট তৈরি ও ছড়ানোর সঙ্গে যারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!