AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগে ট্রাম্পকে সামলান, আমাদের নিয়ে কেন মাথা ঘামান: কাদের


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:৩৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

আগে ট্রাম্পকে সামলান, আমাদের নিয়ে কেন মাথা ঘামান: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ঘরেই কোন্দল, আন্দোলন করে লাভ হবে না। তারা শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।

 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এমন কথা বলেন।

 

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্রকে ধ্বংস করবে। তাই গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার কোন বিকল্প নেই। আর জগাখিচুড়ি ঐক্য দিয়ে শেখ হাসিনাকে হটানো যাবে না।

 

ওবায়দুল কাদের বলেন, ‌‘আপনারা তলে তলে যুক্তি করছেন ঢাকা দখল করবেন। আমরাও অপেক্ষা করছি ঢাকা দখল কে করে, দেখবো কীভাবে ঢাকা দখল হয়। আমরা হাসিনা ম্যাজিক দেখিয়ে দেবো। হাসিনা ম্যাজিক হলো উন্নয়নের ম্যাজিক। এর জয় হবেই।’

 

মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইদানিং মিটিংয়ে দাঁড়ালেই কাঁদে। এত কান্না কোথায় ছিল। খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটও আন্দোলন করতে পারেননি।’ 

 

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আমেরিকাকে বলি ট্রাম্পকে আগে সামলান, আমাদের ছোটখাটো ব্যাপার নিয়ে কেন মাথা ঘামান? নিজের দেশের ট্রাম্পকেই সামলাতে পারেন না। এক ট্রাম্পেই আপনার ঘুম হারাম হয়ে গেছে।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, আপনি একজন ভদ্রলোক। তারেক একজন বাটপার। তাকে কিভাবে দেশনায়ক বলেন? আপনার কী লজ্জা হয় না?

 

মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক, সিমিন হোসেন রিমি এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এসএম কামাল হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল এমপি, সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, বেগম সামসুন নাহার ভূঁইয়া প্রমুখ।

 

একুশে সংবাদ/ই.ট.র.প্র/জাহা

Shwapno
Link copied!