AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৩ পিএম, ২১ মে, ২০২৩
আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকারকে আর সময় দেওয়া যায় না। এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার আন্দোলন আমাদেরকে করতে হবে।

 

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, এই সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার আন্দোলন আমাদেরকে করতে হবে। বাহিরের কেউ এসে এই আন্দোলন করে দিবে অনেকে সেই অপেক্ষা আছে।

 

তিনি বলেন, এখন চলমান আন্দোলনের চূড়ান্ত পর্বে গিয়ে অবিলম্বে তাদের পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। এখন আর মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

 

এসময় সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশে নির্বাচন ব্যবস্থাকে ধংস করছে। এর প্রমাণ আগামী সিটি নির্বাচনে রাখবে তারা। লোক দেখানোর নির্বাচন করবে কিন্তু ফল নিজেদের দিকে নিয়ে যাবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও আমান উল্লাহ্ আমানসহ মহানগরের বিভিন্ন স্তরেরে নেতা কর্মীরা। 

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!