সন্ত্রাস-রাজনৈতিক নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে অভিমত ব্যক্ত করেছেন গণতন্ত্রী পাটির কেন্দ্রীয় নেতারা।
সভায় বক্তারা বলেন, মরহুমের জীবনাদর্শ ও ত্যাগ-তীতিক্ষার কথা উল্লেখ করে বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে সকল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন মো. আশরাফ আলী। ক্ষমতাভিত্তিক, কল্যাণমুখী আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাঁর সততা ও ত্যাগ আমাদের জন্য অনুসরণীয়।
শনিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর কমিটির সহ সভাপতি মো. আশরাফ আলী’র স্বরণে আয়োজিত এক শোক সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনগণের জীবন দুর্বিসহ হয়ে উঠছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য মুনাফাখোর, সি-িকেট ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারকে কঠোর ভূমিকা গ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, সন্ত্রাস, রাজনৈতিক নৈরাজ্য ও সাম্প্রদায়িক রাজনীতি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। গণতন্ত্রী পার্টিকে শক্তিশালীকরণে গণসংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
ঢাকা মহানগর কমিটির সভাপতি এড. এম.এ গনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাইলে বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য মাহামুদুর রহমান খান বাবু, প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ, কানন আরা।
কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কচি, অশোক ধর, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মিনহাজ সেলিম, সহ সভাপতি কে.জি মহিউদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম জামান, মতিঝিল থানা কমিটির সাধারণ সম্পাদক এস.এম মামুন, শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক ইদ্রিস আলী মোল্লা, হাসিনা বেগম মহাজন ও আলাউদ্দিন প্রমুখ।
এরআগে সভার শুরুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
একুশে সংবাদ/সফি/এসএপি
আপনার মতামত লিখুন :