AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, বিএনপির চার নেতা বহিষ্কার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৯:৩৮ এএম, ৪ নভেম্বর, ২০২৫

মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, বিএনপির চার নেতা বহিষ্কার

দলীয় মনোনয়নকে ঘিরে সংঘর্ষ ও সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের চার স্থানীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন— সেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর কমিটির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিটের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর সীতাকুণ্ড এলাকায় দলীয় মনোনয়ন নিয়ে বিরোধের জেরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় সহিংসতা, ভাঙচুর ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয় এবং জনস্বার্থ ক্ষুণ্ণ হয়।

এসব ঘটনার প্রেক্ষিতে চার নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, বহিষ্কৃত সবাই বিএনপির স্থগিত নেতা আসলাম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!