সরকারের লকডাউন এখন তামাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, ' সরকারের অযোগ্যতা এবং জবাবদিহিহীনতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। গরিব সাধারণ মানুষ, দিন আনে দিন খায় শ্রেণির মানুষের খাদ্যের ব্যবস্থা না করে, অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনই কার্যকর হতে পারে না।'এসবের জন্য সরকারের দুরদর্শিতার অভাবকে দায়ী করেন তিনি।
রোববার (২৭ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সীমান্তবর্তী এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্টের প্রকোপে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল বলেন, করোনা নিয়ন্ত্রণে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের প্রস্তুতি রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন মন্তব্য সম্পূর্ণ মিথ্যাচার।
আওয়ামী লীগের ভবিষ্যৎ ঘোরতর অমানিশার অন্ধকারে নিমজ্জিত বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ জেগে উঠলে পালানোর পথ খুঁজে পাবে না ক্ষমতাসীনরা।
এছাড়া বিএনপি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি গণমানুষের দল বলেই তাদের নিয়ে কথা বলে আওয়ামী লীগ নেতারা। কারণ তারা জানে, এই বিএনপিই পরিবর্তন আনতে পারে।
অদূর ভবিষ্যতে বিএনপির নেতৃত্বেই দেশে সরকার বিরোধী আন্দোলন সংগঠিত হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
আওয়ামী লীগ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব আরও বলেন, দীর্ঘদিনে তিলে তিলে অর্জিত সবকিছু ধ্বংস করে দিচ্ছে ক্ষমতাসীনরা।
সংবাদ সম্মেলনে বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া এখন ভালো আছেন। তার ব্যক্তিগত চিকিৎসকরা নিয়মমাফিক চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
একুশে সংবাদ/জা/তাশা
আপনার মতামত লিখুন :