অটোয় নাবালিকার ‘শ্লীলতাহানি’ অভিযোগে গ্রেফতার পুলিশের কনস্টেবল।পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায় করা হল ।
পুলিশ জানিয়েছে যে, আসামির নাম দেবু মণ্ডল।তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে কনস্টেবল পদে কর্মরত।শুক্রবার সন্ধ্যায় উল্টো ডাঙায় অটো করে যাচ্ছিলেন। পিছনের সিটে পাশেই ওই নাবালিকাকে তার মা সঙ্গে নিয়ে বসেছিলেন।
অটোটি তখন উল্টোডাঙা ব্রিজের নিচে।চিৎকার করে ওঠেন ওই মেয়েটির মা। সহযাত্রী ওই পুলিশ কর্মীর সঙ্গে রীতিমতো বিরোধ শুরু করে। এমনকি ওই মহিলা ১০০ নম্বর ডায়াল করে লালবাজার কন্ট্রোল রুমেও ফোন করেন ।
কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল দেবু মণ্ডল চলন্ত অটোতে ওই নাবালিকার শ্লীলতাহানি করেছেন।ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিশ।অভিযুক্ত ও অভিযোগকারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ফলে প্রাথমিক তদন্তের পর ওই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়।
একুশে সংবাদ / জি24 / এস.আই