ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন দুইদিন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, নির্বাচনের কারণে আগামী ৮ সেপ্টেম্বর বিকাল থেকে ৯ সেপ্টেম্বর সারাদিন স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ভোটের দিন বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের সাত দিন আগে থেকে কোনো বহিরাগতকে আবাসিক হলে অবস্থানের অনুমতি দেওয়া হবে না।
এদিকে আজ থেকেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। কমিশন প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং সময়সূচি মেনে প্রচারণা চালাতে আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে