AB Bank
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে ভারতবিরোধী শক্তি দুর্বল হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:২০ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
বাংলাদেশে ভারতবিরোধী শক্তি দুর্বল হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে ভারতবিরোধী শক্তি রয়েছে। নির্বাচনের সময় এবং মাঝে মধ্যে তারা ভারতবিরোধী সেন্টিমেন্ট তৈরির চেষ্টা করে। তবে এই শক্তি ধীরে ধীরে দুর্বল হচ্ছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতরে নয়াদিল্লিতে প্রেস ব্রিফিংয়ে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিস্তার পানিবণ্টন নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যেই ভারতের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের পরই তিস্তা ইস্যু নিয়ে অগ্রগতি হবে বলে জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি সীমান্তে বিজিবি সদস্যকে গুলি করি হত্যার বিষয়ে তদন্ত চলছে। সীমান্তরক্ষী বাহিনীকে মরণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধে আহ্বান জানিয়েছি।

বিএনপি-জামাত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তারা ২০১৪ ও ২০১৮ সালের মত এবারের নির্বাচনকেও বাধাগ্রস্ত করেছে। এরপরও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

বিএনপি ও তার মিত্ররা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

Link copied!