AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেত্রকোনা-৪ আসনের এমপি হলেন সাজ্জাদুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪১ পিএম, ১ আগস্ট, ২০২৩

নেত্রকোনা-৪ আসনের এমপি হলেন সাজ্জাদুল

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সোমবার (৩১ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী তাকে নির্বাচিত ঘোষণা করেন।

 

এর আগে গত ২৪ জুলাই সাজ্জাদুল হাসান মনোনয়ন ফরম দাখিল করেন। নির্বাচন অফিসের তথ্যমতে, নেত্রকোনা-৪ আসনের উপ-নির্বাচনে দুটি মনোনয়ন ফরম বিক্রি হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দাখিল করেন। অপর ফরমটি জমা হয়নি। যাচাই-বাচাই শেষে ৩১ জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সাজ্জাদুল হাসানকে এমপি ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

 

এ আসনটিতে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫০ হাজার ৫০৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ৯১৮ জন, মহিলা ১ লাখ ৭৩ হাজার ৫৭৬ জন ও হিজরা ১১ জন।

 

উল্লেখ্য, গত ১১ জুলাই আসনটির তিনবারের এমপি রেবেকা মমিন দীর্ঘদিন অসুস্থতা জনিত কারণে মারা যান। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে তফসিল দেন নির্বাচন কমিশন। আগামী ২ সেপ্টেম্বর উপ-নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ছিল।

 

একুশে সংবাদ/জ/এসএপি

Shwapno
Link copied!