AB Bank
ঢাকা সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন চাকরিতে যোগ দিলেন দুদকের আলোচিত সেই শরীফ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৫ এএম, ২ জুন, ২০২৩
নতুন চাকরিতে যোগ দিলেন দুদকের আলোচিত সেই শরীফ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত শরীফ উদ্দিন বেসরকারি একটি পর্যটন সংস্থায় যোগ দিচ্ছেন। 

 

বৃহস্পতিবার (১ জুন) ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশন লিমিটেড নামের ওই সংস্থার প্রধান নির্বাহী হিসেবে তার যোগ দিয়েছেন।

 

শরীফ উদ্দিন বলেন, ‍‍`দুদকের চাকরি হারানোর পর আমি বেকার রয়েছি এই সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আমি ৩৫ থেকে ৪০টি প্রতিষ্ঠান থেকে চাকরির অফার পেয়েছি। এর মধ্যে আমি যেহেতু ভেটেরিনারি চিকিৎসক তাই গত বছরের অক্টোবর থেকে অ্যাক্সন অ্যানিম্যান হেলথ নামের একটি প্রতিষ্ঠানে যোগদান করি। বর্তমানে ওই প্রতিষ্ঠানে হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং পদে কাজ করছি। এর মধ্যে ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশন লিমিটেড থেকে তাদের প্রতিষ্ঠানে কাজ করার জন্য অফার আসে। অ্যাক্সন অ্যানিমেল হেলথে আমাকে ফুল টাইম সময় দিতে হয় না। তাই আমি ওই চাকরির পাশাপাশি ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশনে কাজ করার আগ্রহ প্রকাশ করলে দুটি প্রতিষ্ঠানই রাজি হয়েছে। তাই আমি দুটি প্রতিষ্ঠানে এক সে কাজ করবো। ফ্লাই ট্যাক্সি অ্যাভিয়েশন লিমিটেডে  বৃহস্পতিবার (১ জুন) সিইও পদে যোগদান করেছি।

 

তিনি আরও বলেন, ‍‍`আমার উদ্দেশ্য বড় কোনো কোম্পানিতে চাকরি করা না। আমি দুর্নীতি, সুশাসন, রুলস অব ল ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবেলিটি, জেন্ডার ডিসক্রিমিনেশ- এসব বিষয়ে কাজ করতে চাই। এখন পর্যন্ত এ ধরনের কোনো সংস্থা থেকে অফার পাইনি। তাই আপাতত এ দুটি সংস্থায় কাজ করছি। ভবিষ্যতে অফার পেলে ওই ধরনের সংস্থায় কাজ করবো।‍‍`

 

দুদকে সহকারী পরিচালক পদে থাকাকালে শরীফ উদ্দিন বেশ কয়েকটি বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করেন। এক পর্যায়ে তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠলে গত বছরের ১৬ ফেব্রুয়ারি দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহের সই করা এক প্রজ্ঞাপনে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়।

 

দুদক থেকে চাকরি যাওয়ার পর শরীফ উদ্দিন ৯ মাস বেকার ছিলেন। বেকার থাকা অবস্থায় এক পর্যায়ে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় তার ভাইয়ের দোকানে বসেন। পরে ওই ছবি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাকে চাকরিতে নিতে আগ্রহ দেখায়।

 

একুশে সংবাদ.কম/এসএপি

Link copied!