AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে জাপানি উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩২ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
বাংলাদেশে জাপানি উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে জাপানি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে গণভবনে জাপান ইন্টারন্যাশনাল ব্যাংক ফর কোঅপারেশন এর গভর্নর Nobumitsu Hayashi প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহবান জানান।

 

পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম।

 

জেআইবিসি এর গভর্নর বলেন বাংলাদেশের উন্নয়ন আভিযাত্রায় আরও বেশি অবদান রাখতে চাই জাপান।এক্ষেত্রে জাপান বাংলাদেশের চিনি শিল্প এবং প্রিপেইড গ্যাস মিটার তৈরি  শিল্প স্থাপনে বিনিয়োগ করতে চায়।

 

জাপানের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী দেশের রাষ্রীয় মালিকানাধীন চিনি শিল্প গলোর মধ্যে থেকে দু/ একটি জাপানী উদ্যোক্তাদের দেয়ার কথা জানান।

 

প্রিপেইড গ্যাস মিটার শিল্প তৈরির  ক্ষেত্রে বাংলাদেশ - জাপান যৌথ উদযোগে  কাজ করতে পারে  বলে জানান প্রধানমন্ত্রী।

 

শেখ হাসিনা বলেন জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার এবং এজন্য  এদেশের জনগণ জাপানের কাছে কৃতজ্ঞ।প্রধানমন্ত্রী বলেন আগামীতে জাপান - বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

 

সাক্ষাৎকালে জাপান সরকারের আর্থিক  সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন মাতার বড়ী গভীর সমুদ্র বন্দর ,হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের  থার্ড টার্মিনাল এবং যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

 

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন  এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ.কম/ন.প্র/জাহাঙ্গীর

Link copied!