হৃদরোগে আক্রান্ত হয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার এন কে নাতাশা মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে মৃত্যু হয় তার।
শুক্রবার (২০ জানুয়ারি) বাদ জুমা রাজধানীর মহাখালী ডিওএইচএস মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে হবে।
২০১৯ সালের সেপ্টেম্বরে স্তন ক্যান্সার ধরা পড়ে তার।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সহযোগী অধ্যাপক ছিলেন তিনি। ছিলেন এশিয়ান হেলথ লিটারেসি অ্যাসোসিয়েশনের কান্ট্রি ডিরেক্টর।
এছাড়া গণমাধ্যমেও নিয়মিত মুখ ছিলেন তিনি। মাছরাঙা টিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা হিসাবে কাজ করতেন। এর আগে একাধিক গণমাধ্যমে তিনি সংবাদ উপস্থাপনা করেছেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও স্বজনদের মাঝে।
একুশে সংবাদ/চ ২৪/ সম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

