কোরবানি (সনেট)
এসএম মোজাম্মেল হক
মুসলিম জাতি জ্ঞাত কোরবানি কেন
ত্যাগের মহিমা নেই এর সম কোনো।
খোদার আদেশ হ’ল প্রিয় নবী পরে
কোরবানি দিতে হবে প্রিয়জন তারে।

সকল পরীক্ষা যার অতিশয় কড়া
সাধারণ লোক হলে পড়ে যেত ধরা।
অসীম ধৈর্যের ফল খোদার তরফে
হৃদয় শীতল যেন কঠিন বরফে।

কখনও ভাঙে না তার ধৈর্যের বাঁধ
সকল বিপদে প্রভু বাড়ান যে হাত।
সকল বিপদ থেকে পেল পরিত্রাণ
মক্কার পবিত্র কাবা তাঁর অবদান।

ত্যাগের মহিমা সদা রাখতে স্মরণ
কোরবানি মুমিনের হৃদয়ে বরণ।
(নিউইয়র্ক, আমেরিকা)