---ছড়া---
কলিমদ্দির পো
শাহ আলম ডাকুয়া
পেটের গুদাম খাঁ খাঁ শূন্য
পাই না ভাগের কোটা রে
আমগো তেলে কই ভাজিয়া
আমলা হচ্ছে মোটা রে।

নেতার কথায় ব্যালট কেটে
বাক্স ভরলো ভোটারে
কোপ্তা- পোলাও গিলছে নেতা
গিলছে দেশটা গোটা রে।

এমন কথা ছড়ায় ক্যাডা
কলিমদ্দির পো-টা রে?
মামলা দিয়া থানায় নিয়া
পাগলামিটা ছোটা রে।
