AB Bank
ঢাকা শনিবার, ০৩ জুন, ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মা দিবসের কবিতা


মা দিবসের কবিতা

মা কথাটি শুনতে খুবই মধুর।

মা ডাকলে পৃথিবীর সেরা আনন্দ পাই। 
মা ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ আর নেই। 
মা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, যা মা ছাড়া পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ আর নেই। 
মা ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারে না। 


মা হচ্ছে সাক্ষাৎ ভগবান। 
মা ছাড়া আমরা পৃথিবীতে আলো দেখতে পারতাম না। 
মা আমাদেরকে ১০ মাস ১০ দিন তার গর্ভে ধারণ করেন। 
জন্ম নিয়ে যেদিন আমি পৃথিবীতে আসি। 


দু চোখ মেলে তাকিয়ে দেখি মায়ের মুখের হাসি। 
মা সন্তানকে তার বুকে আগলে রাখে। 
মা ও তার সন্তানের যেমন টান আর এই পৃথিবীতে আর কারও টান নেই। 
মায়ের আদর যেন অমৃতের চেয়েও বেশি। 


যা মা ছাড়া কেউ দিতে পারে না। 
মা আমাদের অতি কষ্টে লালন-পালন করে বড় করে। 
মায়ের মতো ভালবাসা বা স্নেহ এই পৃথিবীতে কেউ দিতে পারে না ।

তাই বলা হয় যে, মা কথাটি ছোট অতি কিন্তু জেনো ভাই মায়ের চেয়ে নামটি মধুর ত্রিভূবনে আর কেহ নাই ।

 

ননী গোপাল সাহা
অর্নাস ৪র্থ বর্ষ
সেশন ২০১৮-২০১৯
সমাজ কর্ম বিভাগ
সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।

 

একুশে সংবাদ/জা.হা.প্রতি/এসএপি