AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিলেন নূরুল হুদা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৩৮ পিএম, ১ জুলাই, ২০২৫

রাতের ভোটের দায় স্বীকার করে জবানবন্দি দিলেন  নূরুল হুদা

২০১৮ সালের জাতীয় নির্বাচনে রাতের ভোটের অভিযোগের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা। মঙ্গলবার (১ জুলাই) দুই দফায় আট দিনের রিমান্ড শেষে তদন্ত সংস্থা পিবিআই তাকে আদালতে হাজির করে।

তদন্ত কর্মকর্তা পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান জানান, আদালতে হাজির হওয়ার পর নূরুল হুদা স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ডের আবেদন করা হয়। পরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন।

এই মামলার বাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। গত ২২ জুন শেরে বাংলা নগর থানায় তিনি মামলাটি দায়ের করেন। মামলায় তিনটি জাতীয় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কমিশনার, তৎকালীন প্রধানমন্ত্রী, কয়েকজন সাবেক আইজিপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ভয়ভীতি, গায়েবি মামলা, গ্রেপ্তার, গুম, খুনসহ নানা কৌশলে বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়। এতে ভোটাররা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হন।

মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার দিনই নূরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার দুই দফায় মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে, মামলায় নাম থাকা আরও এক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাকেও রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!