সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাহিদ তালুকদার তাঁর বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
তিনি অভিযোগ করেছেন, গোচারণভূমি ও উন্মুক্ত জলাশয় দখলের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এ বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেন।
বিবরণে জানা যায়, গত মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে শতাধিক এলাকাবাসী একটি মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা মোঃ মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে গোচারণভূমি ও উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগ আনেন এবং মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দাখিল করেন।
এই প্রেক্ষিতে বুধবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে মধ্যনগর বাজারে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন মোঃ মোশাহিদ তালুকদার। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি মোঃ মোশাহিদ তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান অবিভক্ত ধর্মপাশা উপজেলা এবং যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মধ্যনগর উপজেলা শাখা। একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মানববন্ধন ও মিথ্যা অভিযোগের আশ্রয় নিয়েছে।”
তিনি দাবি করেন, অভিযোগে উল্লিখিত গোচারণভূমি আসলে একটি “চারা রকম” শ্রেণিভুক্ত জমি, যার বৈধ মালিক তাঁর ছোট ভাই মোবাশ্বির আলম, যিনি খরিদসূত্রে মালিকানা অর্জন করেছেন। তিনি বলেন, “এই জমির সকল বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে এবং প্রয়োজন হলে যেকোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপন করতে প্রস্তুত।”
জলাশয় দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কখনো কাউকে উক্ত জলাশয়ে যেতে বাধা দিইনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত একটি অভিযোগ।” তিনি অভিযোগ করেন, “একটি বিশেষ গোষ্ঠী আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্র করছে, এবং আওয়ামী লীগের একটি শক্তিশালী চক্র এ অপচেষ্টা বাস্তবায়নে সক্রিয় রয়েছে।”
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মোঃ মোশাহিদ তালুকদার এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে