AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই দিন ব্যাপী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৬ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
দুই দিন ব্যাপী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু

বৃহত্তর ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি)।

 

দুইদিন ব্যাপী এ ভোট গ্রহণ চলবে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণের মাঝে দুপর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। মোট ভোটার ১৯,৬১৮ জন।

 

নির্বাচনে ২৩টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের সাদা প্যানেলের ২৩ জন প্রার্থী এবং বিএনপি ও জামায়াতের নীল প্যানেলে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এবারের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ-সভাপতি পদে প্রাণ নাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা মুন্নী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে ফাহিম শরীফ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহবুব হোসেন জয়, লাইব্রেরি সম্পাদক পদে মো. রেজাউল হক রিপন, সাংস্কৃতিক সম্পাদক পদে শিখা ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া সুমন, ক্রীড়া সম্পাদক পদে এস এম মিজানুর রহমান ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল হাসনাত জিহাদ  নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এছাড়াও সাদা প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মো. কামাল হোসেন, গাজী ইমরুল, আসলাম হোসেন, ইয়াসিন জাহান ভূঁইয়া (নিশান), মো. তানজির হোসেন রবিন, অ্যাডভোকেট শারমিন সুলতানা টুম্পা, ইসমত আরা শারমিন (রীমু), মো. আশিকুল ইসলাম মুরাদ, সঞ্জয় কুমার কর্মকার, জহির উদ্দিন জহির ও নাছির উদ্দীন।

 

বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা হলেন– সভাপতি পদে খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি পদে আব্দুর রাজ্জাক, সহসভাপতি মো. সহিদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দফতর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোবারক হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা নির্বাচনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

এছাড়া নীল প্যানেলে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আলী মর্তুজা, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান ইলিয়াছ, সহেল উদ্দিন রানা, ইয়াকুব আলী, মোহাম্মদ আরিফ, আলী বাবু, মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা।

 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু। তিনি বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন তৎতপর। প্রার্থীদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি। নির্বাচনের নিয়ম নীতি মেনে প্রার্থীরা, ভোটারদের কাছে ভোট চাইছে। ভোটারাও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে।

 

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ২৩শে ফেব্রুয়ারিও ভোটগ্রহণ চলবে। আশাকরি প্রার্থীরা সকল নিয়মকানুন মেনে কালকেও নির্বাচনে অংশ গ্রহণ করবে। এরপর শুরু হবে ভোট গণনা। ভোট গণনার পর দেওয়া হবে ফলাফল।

 

একুশে সংবাদ.কম/রাফি/বাবু/বি.এস

Link copied!