আগামীকালের বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে পরিচালিত সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। হরতালের কারণে এইসব পরীক্ষা স্থগিত করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের আগামীকাল রোববারের (২৯ অক্টোবর) পরীক্ষা স্থগিত করেছে। স্থগিতকৃত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তিতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল রোববার (২৯ অক্টোবর) হরতালের ডাক দেন।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

