AB Bank
ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা সাড়ে ৫৮ ঘণ্টা চুম্বন, থাই দম্পতির গিনেস বুক রেকর্ড


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:৫৯ পিএম, ৮ জুলাই, ২০২৩
টানা সাড়ে ৫৮ ঘণ্টা চুম্বন, থাই দম্পতির গিনেস বুক রেকর্ড

টানা ৫৮ ঘণ্টা ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড চুম্বন করে সবাইকে তাক লাগিয়ে দেন থাইল্যান্ডের দম্পতি এককাচাই তিরানারত ও গৃহবধূ লাকসানা। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান তারা। গত ১০ বছর ধরে গিনেস বুকে সবচেয়ে দীর্ঘতম চুম্বনের রেকর্ড ধরে রেখেছেন এ দম্পতি।

 

থাইল্যান্ডের পাতায়ায় প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় ‘রিপলি’স বিলিভ ইট অর নট’ প্রতিযোগিতা। ১২-১৪ ফেব্রুয়ারির এ আয়োজনে অংশ নেয় ৯ দম্পতি।

 

দীর্ঘতম চুম্বনের আগের রেকর্ডটি ছিল ৫০ ঘণ্টা ২৫ মিনিট। সেটিও এককাচাই-লাকসানা দম্পতির।

 

বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চুমুর তালিকায় ২০১১ সালে তাদের নাম ওঠে। সে সময় টানা ৪৬ ঘণ্টা ২৪ মিনিট ধরে তারা চুম্বনরত ছিলেন। বিজয়ী হিসেবে এই জুটি এক লাখ বাথ নগদ ও ২টি হীরার আংটি পুরষ্কার পান। এরপর ৫০ ঘণ্টা ২৫ মিনিটের রেকর্ডটি করেন ২০১৩ সালে। বিগত ১০ বছরেও তাদের রেকর্ড ভাঙতে পারেনি অন্য কেউ। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে নতুন রেকর্ড গড়েন এই দম্পতি।

 

সর্বপ্রথম ১৯৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের মার্ক এবং রবার্টা গ্রিসওল্ড দম্পতি দীর্ঘ চুম্বনের রেকর্ড করেছিলেন। টানা ২৯ ঘণ্টা ধরে তারা চুম্বনরত ছিলেন।

 

একুশে সংবাদ/এপি

Link copied!