AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ কাউন্সিলর প্রার্থীর জয়


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৩ পিএম, ৭ মে, ২০২৩
ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ কাউন্সিলর প্রার্থীর জয়

ব্রিটেনের লন্ডনের পার্শ্ববর্তী শহর লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে ৬ জন লেবার পার্টির ও ১ জন কনজারভেটিভ পার্টির। 

 

বৃহস্পতিবার (৪ মে) লুটন বারা কাউন্সিলে নির্বাচন হয়। স্থানীয় সংবাদমাধ্যম লুটন টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

এ প্রথমবারের মত লুটন বারা কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে রেকর্ড সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি প্রার্থী জয়ী হয়েছেন।

 

লেবার পার্টির জয়ী প্রার্থীরা হলেন বিচ হিল ওয়ার্ডে রুমি চৌধুরী, সেইন্ট ওয়ার্ডে শাহানারা নাসের ও সায়মা হোসাইন, হাই টাউন ওয়ার্ডে উম্মে আলী, সেন্ট্রল ওয়ার্ডে ফাতিমা বেগম, লুসি ওয়ার্ডে ইয়ারুন বেগম। কনজারভেটিভ পার্টি থেকে ব্রামিংহাম ওয়ার্ডে আজিজ আম্বিয়া জয়ী হয়েছেন।

 

লুটনে প্রায় ৫০ হাজার বাংলাদেশির বসবাস। এবারের লুটন বারা কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ২১ জন প্রার্থী কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। এর মধ্যে লেবার পার্টির ১১ জন, কনজারভেটিভ পার্টির ৩ জন, লিব ডেমের ২ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫ জন অংশগ্রহণ করেন।

 

নির্বাচনী ফলাফলে এবারও লেবার পার্টির নিয়ন্ত্রণে থাকছে লুটন বারা কাউন্সিল।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহাঙ্গীর

Link copied!