আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি)’ কোর্সের সমাপনীতে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ তথ্য জানান তিনি।
আইজিপি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনে পুলিশকে সক্ষম করতে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এজন্য তিন দিনের প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক তৈরি করা হচ্ছে। পরবর্তীতে এসব প্রশিক্ষক পর্যায়ক্রমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন।
তিনি আরও বলেন, “প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, যাতে তারা দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতার পরিচয় দিতে পারে।”
এই প্রশিক্ষণের মাধ্যমে শুধু নির্বাচনী দায়িত্বই নয়, বরং জনসাধারণের জানমাল রক্ষা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আইজিপি।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাজারবাগে শুরু হওয়া এই তিন দিনব্যাপী কোর্সে পুলিশ কর্মকর্তারা প্রশিক্ষণ নেন। এর মাধ্যমে নির্বাচনী পরিবেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের দক্ষতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ // র.ন