বেনাপোল বাজারে যৌথ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। রোববার (১৮ মে) বিকেলে বেনাপোল বাজারের রহমান চেম্বার ও আশপাশের কসমেটিক্স দোকানগুলোতে অভিযান চালিয়ে আনুমানিক ২১ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন, শার্শা উপজেলা প্রশাসন এবং বেনাপোল পোর্ট থানার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ৩৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং ৪০০ প্রকার ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করেন।
টাস্কফোর্সের পক্ষে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, "দোকানদাররা অধিক মুনাফার আশায় চোরাইপথে ভারত থেকে এসব পণ্য দেশে এনে বিক্রি করে থাকেন, যা সরকারের রাজস্ব আহরণে বড় বাধা। চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব আদায়ে সরকার নিরলসভাবে কাজ করছে, এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।"
তিনি আরও জানান, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শওকত মেহেদী সেতু, বেনাপোল পোর্ট থানার এসআই মামুনসহ প্রশাসনের ও বিজিবির সদস্যরা।
একুশে সংবাদ/ য.প্র/এ.জে