নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন কালুর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
শনিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে জোনাইল ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় জনসাধারণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য ইমরান হোসেন কালু কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন। তিনি সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন এবং স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধেও ফেসবুকে অপপ্রচার চালিয়ে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হেনেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “ইমরান হোসেন কালুর কর্মকাণ্ডে ওয়ার্ডের ভাবমূর্তি নষ্ট হয়েছে। একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে যেভাবে তিনি দায়িত্বহীন আচরণ করেছেন, তাতে তাঁর এই পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।”
বক্তারা আরও বলেন, “প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে এবং কালুর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
এসময় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/না.প্র/এ.জে