AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘রবি ওয়াইফাই’ কিনে মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮:০৯ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

‘রবি ওয়াইফাই’ কিনে মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ

নতুন রবি ওয়াইফাই সংযোগের সাথে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। ক্যাম্পেইনের আওতায় রবি ওয়াইফাই সংযোগ কিনে ইনস্টল ও এক মাসের রিচার্জ করলেই প্রতি সপ্তাহে মালদ্বীপ, নেপাল বা কক্সবাজার ভ্রমণের জন্য কাপল এয়ার টিকিট অথবা রবিশপ-এর গিফট ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।

গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে নতুন সংযোগ কিনে রিচার্জ করলেই গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক পুরস্কারের জন্য যোগ্য হবেন। রিচার্জের ধরন ও ক্রম অনুযায়ী বিজয়ী নির্বাচন করা হবে।

ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে: robishop.com.bd

ক্যাম্পেইনজুড়ে মালদ্বীপের ৫টি, নেপালের ৫টি, কক্সবাজারের ১০টি কাপল এয়ার টিকিট এবং ২০টি রবিশপ ভাউচারসহ মোট ৪০টি পুরস্কার প্রদান করা হবে।

রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “গ্রাহকদের ডিজিটাল জীবনকে আরও সমৃদ্ধ করতে রবি নিয়মিত নতুন সেবা নিয়ে আসছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে দ্রুতগতির সংযোগের পাশাপাশি গ্রাহকদের স্বপ্নের গন্তব্যে ভ্রমণের সুযোগ করে দিচ্ছি আমরা। গ্রাহকরাই রবির মূল শক্তি—তাদের জন্য উদ্ভাবনী সেবা আনার ব্যাপারে আমরা বদ্ধপরিকর।”

বিজয়ীদের এসএমএস ও ফোন কলে জানানো হবে। রবি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ও ছবি প্রকাশ করবে। পুরস্কার সংগ্রহের সময় বিজয়ীদের এনআইডি এবং নিবন্ধিত রবি ওয়াইফাই নম্বর প্রদর্শন করতে হবে। এয়ার টিকিট বিজয়ীরা ২০২৬ সালের মার্চ মাসের শেষ দিক থেকে ভ্রমণের সময় বুক করতে পারবেন।

রবি আজিয়াটা পিএলসি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এর সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে এশিয়ার শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি মালয়েশিয়া-ভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের। এছাড়া পাবলিক শেয়ারহোল্ডারদের ১০% এবং ভারতী এয়ারটেল (ভারত)-এর ২৮.১৮% শেয়ার রয়েছে।

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, যা সারা দেশে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলে ডিজিটাল সেবা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শহর থেকে গ্রাম—সবার হাত ধরে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় অবদান রাখছে রবি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - তথ্য-প্রযুক্তি

Link copied!