গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৯৪ জন রোগী, ছাড়পত্র পেয়েছেন ৩৬৪ জন।
সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একদিনে বরিশালে ১০৮ জন, চট্টগ্রামে ৮১ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৪ জন, দক্ষিণ সিটিতে ৪৮ জন, খুলনায় ৩৪ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুরে ১০ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ৫৮৭ জন। মৃত্যুবরণ করেছেন ৭৮ জন রোগী।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক অধ্যাপক ডা. আতিকুর রহমান বলেন, “এ রোগ এখন আর মৌসুমি সীমার মধ্যে নেই—সারা বছরই সংক্রমণ ঘটছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ে। প্রতিরোধে শুধু মশানাশক ওষুধ নয়, নগর কর্তৃপক্ষের প্রচার ও জনগণের সচেতনতা জরুরি।”
এদিকে কীটতত্ত্ববিদ ডা. মনজুর চৌধুরী মনে করেন, “মশা দমনে কেবল জরিমানা বা জনসচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে পরিকল্পিতভাবে ব্যবস্থা নিতে হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুর ইতিহাসে ভয়াবহতম পরিস্থিতি দেখা দেয়, সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি রোগী শনাক্ত হন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।
একুশে সংবাদ/এ.জে