সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ০৪ শতাংশ। তবে এই সময়ে কেউ করোনায় মারা যাননি।
শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত কোভিড-১৯ আপডেটে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে শনিবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজন সুস্থ হয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জন এবং এ ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০২ জনের।
এর আগে, শুক্রবার করোনা সংক্রমণে দুইজনের মৃত্যু হয়েছিল।
একুশে সংবাদ/ য.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

