গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময় ১০৭টি নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হন। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা পরিস্থিতি বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন শনাক্ত হওয়া সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। এর আগের দিন, ১০ জুন, ১০১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৩ জনের শরীরে।
২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন আরও ২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে।
মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে পৌঁছেছে। করোনা শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

