প্রথমবার যুক্তরাষ্ট্রে এইচ৫এন১ বার্ড ফ্লু-তে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই ফ্লুতে সাধারণ মানুষের মৃত্যু ঝুঁকি। যুক্তরাষ্ট্রের লুজিয়ানা অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, মৃত ব্যক্তির বয়স ৬৫ বছরের বেশি এবং তাঁর স্বাস্থ্যজনিত নানা জটিলতা ছিল। তিনি তার বাড়িতে উন্মুক্তভাবে পালন করা মুরগি ও বন্য পাখির সংস্পর্শে আসার পর অসুস্থ হয়ে গত ডিসেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘`আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে আমরা সাধারণ জনগণের জন্য ঝুঁকির পরিমাণ বিবেচনায় রাখছি এবং তা এখনো কম বা সহনীয় মাত্রায় রয়েছে।’
যুক্তরাষ্ট্রে ভাইরাস পর্যবেক্ষণ যথেষ্ট কি না, এমন প্রশ্নের উত্তরে হ্যারিস বলেন, ‘তারা প্রচুর নজরদারি ও পর্যবেক্ষণ চালাচ্ছে। এজন্যই আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারছি।’
লুজিয়ানার কর্মকর্তারাও বলেছেন, সাধারণ জনগণের জন্য এই ভাইরাসের ঝুঁকি এখনো কম মাত্রায় রয়েছে। গত বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭০ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা প্রায় সবাই বিভিন্ন প্রাণি খামারের কর্মী।
একুশে সংবাদ//ই.পে//র.ন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

