দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬ জন। এ সময় মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের সবাই ঢাকার বাইরের।
এবছর এইডিস মশাবাহিত এ রোগে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২৯৫ জনে। যাদের মধ্যে ১৬ জন মারা যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫৫ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ২৭ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২৮।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

