AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফের বিশ্বব্যাপী করোনা প্রকোপ, দুই শতাধিক মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৫ পিএম, ১ নভেম্বর, ২০২৩

ফের বিশ্বব্যাপী করোনা প্রকোপ, দুই শতাধিক মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ২১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৪৩ জন। সুস্থ হয়েছেন ৫০ হাজার ২০০ জন।

বুধবার (১ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ৯৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪০০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৬ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩১৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। কানাডায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ৭২ লাখ ৪২ হাজার ২৩৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৩৩ হাজার ৫১৪ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৯০ লাখ ৫৪ হাজার ১৯৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!