AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ, মৃত্যু ১


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৭ পিএম, ২২ জুন, ২০২২

চোখ রাঙাচ্ছে করোনার চতুর্থ ঢেউ, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ১১৩৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে। শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য ৩০ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় ১ জন । ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩৪ জনে অপরিবর্তীত রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।

 

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৮ হাজার ৫৫২টি । নমুনা পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৩৬ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক শূণ্য ৩০ শতাংশ।। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

 

এ সময় ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ১০৮০ জন। আর ঢাকা মহানগরে শনাক্ত হয়েছে ১০৬৯ জন।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী করোনার কোনো ঢেউ চলার সময় শনাক্তের হার পরপর দুই সপ্তাহ যদি ৫ শতাংশের নিচে থাকে, তাহলে সেই ঢেউ নিয়ন্ত্রণে এসেছে বলে ধরা যাবে। বিপরীত দিক দিয়ে করোনা নিয়ন্ত্রণে থাকার অবস্থায় পর দুই সপ্তাহ শনাক্তের হার ৫ শতাংশের বেশি হলে করোনার পরবর্তী ঢেউ ছড়িয়ে পড়েছে বলে ধরা হবে।

 

একুশে সংবাদকম/জা.হা

Link copied!