আজকের কৌতুক
মফিজের ব্যাকটেরিয়া আবিষ্কার
মফিজ কিন্তু একেবারে মফিজ নয়। মাঝে-মাঝে অনেক বুদ্ধিমানের মতো কথা বলে। চালাকি-চতুরতায়ও কম যায় না।
স্কুলের এক ঘটনায় সেরকম চালক বলেই মনে হয় মফিজকে।
শিক্ষক ক্লাসের পড়া শেষে সকল ছাত্রদের বললো-
শিক্ষক : শোনো-আগামীকাল তোমরা ব্যাকটেরিয়ার ছবি এঁকে আনবে। এটাই হোম ওয়ার্ক।
মফিজ : ব্যাকটেরিয়া তো ছোট জিনিস। ছবি একটা না দুটো স্যার?
শিক্ষক : একটাই এঁকে আনো।
পরদিন ক্লাসে এসে শিক্ষক-
শিক্ষক : তোমাদের হোমওয়ার্ক জমা দেও।

ক্লাস ক্যাপটেন : জি স্যার এখনই দিচ্ছি।
সবার হোমওয়ার্কের খাতা দেখার পর মফিজের দিকে তাকিয়ে-
শিক্ষক : মফিজ-সবাই ব্যাকটেরিয়ার ছবি এঁকেছে। তোমার খাতা সাদা কেন? ছবি আঁকনি কেন?

মফিজ : ভুল বললেন স্যার-আমি ব্যাকটেরিয়ার ছবি এঁকেছি তো।
শিক্ষক : কই ব্যাকটেরিয়াটা গেল কোথায়?
মফিজ : স্যার বলুন তো-ব্যাকটেরিয়া কি খালি চোখে দেখা যায়? তাইতো দেখতে পারছেন না।
একুশে সংবাদ/এসএডি